কাঁপন ১৯
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৬-০৬-২০২৩

আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আগে 
কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হব। 
তোমার স্পর্শে যদি এ শরীর জাগে, 
তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোবো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।