পাখিটা
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৫-০৬-২০২৩

তোমার হৃদয়টা জমে পাথর হয়ে আছে, 
পাথরটা দাও আমাকে, স্পর্শ করি, 
ওকে গলতে দাও। 
ভালোবাসা নামের পাখিটাকে তোমার বন্ধ খাঁচা থেকে উড়তে দাও, 
নাহলে ও তো মরে যাবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ডি এম শাহরিয়ার মাহমুদ
১৩-১২-২০২৪ ০৪:৪৯ মিঃ

দয়া করে উরতে দাও, নয়তো মরে যাবো তো