আমাদের দেশ
- আ. ন. ম. বজলুর রশীদ---সংকলিত (আ. ন. ম. বজলুর রশীদ)
০৬-০৬-২০২৩

আমাদের দেশ তারে কত ভালবাসি
সবুজ ঘাসের বুকে শেফালির হাসি,
মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।
রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা
চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা।
সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান
সকলের মুখে হাসি, গান আর গান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫-০৬-২০২৩ ১৯:২৫ মিঃ

অপূর্ব লেখা ♥️♥️ মন ভরে গেল পড়ে

আহসান ইমরান
০৮-০৮-২০১৯ ২২:৩৯ মিঃ

❤️❤️

তাহমিদ হাসান
২০-০৩-২০১৬ ১১:৪৪ মিঃ

গুনি কবিদের কবিতায় আমার মত অধমের মন্তব্য কি সাজে।

মোঃ আজিজুল ইসলাম
২৬-১১-২০১৫ ১৪:৫৩ মিঃ

সকলের মুখে হাসি
গান আর গান,
এমন মধুর চরণ পড়ে
ভরলো আমার প্রাণ।