আ. ন. ম. বজলুর রশীদ

আ. ন. ম. বজলুর রশীদ (৮ই মে, ১৯১১- ৮ই ডিসেম্বর, ১৯৮৬) ছিলেন বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন।

তাঁর বাবার নাম হারুনুর রশীদ আর মায়ের নাম নছিমুননেসা। তাঁর বাবা নদীয়া জেলায় তৃতীয় মুসলিম গ্র্যাজুয়েট। ফরিদপুর জিলা স্কুলের ইংরেজি শিক্ষক মন্মথনাথ চক্রবর্তীর প্রেরণায় বজলুর রশীদ ইংরেজিতে কবিতা লিখতেন।

এমএ বিটি পাস করে তিনি স্কুলে শিক্ষকতা করেন। পরে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে যোগ দেন। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে খণ্ডকালীন অধ্যাপক এবং ১৯৭৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

তিনি ১৯৬৭ সালে নাটকে বাংলা একাডেমী পুরস্কার, ঢাকা বেতারের শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ গীতিকার এবং পাকিস্তান সরকারের ‘তমঘায়ে ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।

প্রকাশিত গ্রন্থাবলীঃ কাব্য
পান্থবীণা (১৯৪৭)
মরুসূর্য (১৯৬০)
শীতে বসন্তে (১৯৬৭)
রঙ ও রেখা (১৯৬৯)
এক ঝাঁক পাখি (১৯৬৯)
মৌসুমী মন (১৯৭০)
মেঘ বেহাগ (১৯৭১)
রক্ত কমল (১৯৭২)


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে আ. ন. ম. বজলুর রশীদ এর ১টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
আমাদের দেশ সংকলিত (আ. ন. ম. বজলুর রশীদ) ৩৭৩২০ বার ৪ টি