অন্তর মম বিকশিত করো
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৬-০৬-২০২৩

অন্তর মম বিকশিত করো
     অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
    সুন্দর কর হে।
           জাগ্রত করো, উদ্যত করো,
                নির্ভয় করো হে।
      মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
           অন্তর মম বিকশিত করো,
                অন্তরতর হে।

যুক্ত করো হে সবার সঙ্গে,
  মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
  শান্ত তোমার ছন্দ।
      চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
          নন্দিত করো, নন্দিত করো,
              নন্দিত করো হে।
          অন্তর মম বিকশিত করো
               অন্তরতর হে।


শিলাইদহ, ২৭ অগ্রাহায়ণ ১৩১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ঠাকুরদাস চন্দ্র রায়
১০-০৮-২০২৩ ১২:৫৬ মিঃ

সহস্র প্রণাম গুরু তব চরনে , তোমাকে যতই পড়ি তবু আমার অন্তরের স্বাদ না মিটে !