আমি হেথায় থাকি শুধু
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৬-০৬-২০২৩

আমি হেথায় থাকি শুধু
    গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎসভায়
    এইটুকু মোর স্থান।
              আমি তোমার ভুবন-মাঝে
              লাগি নি নাথ, কোনো কাজে--
              শুধু কেবল সুরে বাজে
                    অকাজের এই প্রাণ।
 
নিশায় নীরব দেবালয়ে
    তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
    গাইতে হে রাজন্‌।
              ভোরে যখন আকাশ জুড়ে
              বাজবে বীণা সোনার সুরে
              আমি যেন না রই দূরে
                    এই দিয়ো মোর মান।
 
 
১৬ ভাদ্র, ১৩১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।