আলোয় আলোকময় ক'রে হে
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৬-০৬-২০২৩

আলোয় আলোকময় ক'রে হে
       এলে আলোর আলো।
আমার নয়ন হতে আঁধার
       মিলালো মিলালো।
             সকল আকাশ সকল ধরা
             আনন্দে হাসিতে ভরা,
             যে দিক-পানে নয়ন মেলি
                    ভালো সবই ভালো।
 
তোমার আলো গাছের পাতায়
       নাচিয়ে তোলে প্রাণ।
তোমার আলো পাখির বাসায়
       জাগিয়ে তোলে গান।
               তোমার আলো ভালোবেসে
               পড়েছে মোর গায়ে এসে,
              হৃদয়ে মোর নির্মল হাত
                    বুলালো বুলালো।
 
 
বোলপুর, ২০ অগ্রহায়ণ, ১৩১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।