কে বলে সব ফেলে যাবি
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৫-০৬-২০২৩

কে বলে সব ফেলে যাবি
             মরণ হাতে ধরবে যবে।
জীবনে তুই যা নিয়েছিস
             মরণে সব নিতে হবে।
  এই ভরা ভাণ্ডারে এসে
  শূন্য কি তুই যাবি শেষে।
  নেবার মতো যা আছে তোর
             ভালো করে নেই তুই তবে।
 
আবর্জনার অনেক বোঝা
             জমিয়েছিস যে নিরবধি,
বেঁচে যাবি, যাবার বেলা
             ক্ষয় করে সব যাস রে যদি।
  এসেছি এই পৃথিবীতে,
  হেথায় হবে সেজে নিতে,
  রাজার বেশে চল্‌ রে হেসে
             মৃত্যুপারের সে উৎসবে।
 
 
শিলাইদহ, ২৫ আষাঢ়, ১৩১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।