যা দিয়েছ আমার এ প্রাণ ভরি
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি০৬-০৬-২০২৩
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি
খেদ রবে না এখন যদি মরি।
রজনীদিন কত দুঃখে সুখে
কত যে সুর বেজেছে এই বুকে,
কত বেশে আমার ঘরে ঢুকে
কত রূপে নিয়েছ মন হরি,
খেদ রবে না এখন যদি মরি।
জানি তোমায় নিই নি প্রাণে বরি,
পাই নি আমার সকল পূর্ণ কবে।
যা পেয়েছি ভাগ্য বলে মানি,
দিয়েছ তো তব পরশখানি,
আছ তুমি এই জানা তো জানি--
যাব ধরি সেই ভরসার তরী।
খেদ রবে না এখন যদি মরি।
১৬ শ্রাবণ, ১৩১৭
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।