আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৫-০৬-২০২৩

আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে
             মরছে সে এই নামের কারাগারে।
             সকল ভুলে যতই দিবারাতি
             নামটারে ওই আকাশপানে গাঁথি,
             ততই আমার নামের অন্ধকারে
             হারাই আমার সত্য আপনারে।
 
জড়ো করে ধূলির 'পরে ধূলি
নামটারে মোর উচ্চ করে তুলি।
             ছিদ্র পাছে হয় রে কোনোখানে
             চিত্ত মম বিরাম নাহি মানে,
             যতন করি যতই এ মিথ্যারে
             ততই আমি হারাই আপনারে।
 
 
২১ শ্রাবণ, ১৩১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।