সোনার তরী
- রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী০৬-০৬-২০২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।
মোঃ মুসা ইসলাম শুভ
২৮-১২-২০১৯ ২২:২৭ মিঃসোনার তরী
- রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী
গগনে গরজে/ মেঘ, ঘন বর/ষা।
কূলে একা বসে /আছি, নাহি ভর/সা।
রাশি রাশি ভারা/ ভারা
ধান কাটা হল /সারা,
ভরা নদী ক্ষুর/ধারা
খরপরশা।
কাটিতে কাটিতে/ ধান এল বর/ষা।
একখানি ছোটো খেত, আমি একে/লা,
চারি দিকে বাঁকা জল করিছে খে/লা।
পরপারে দেখি /আঁকা
তরুছায়ামসী/মাখা
গ্রামখানি মেঘে /ঢাকা
প্রভাতবেলা--
এ পারেতে ছোটো/ খেত, আমি একে/লা।
গান গেয়ে তরী /বেয়ে কে আসে পা/রে,
দেখে যেন মনে হয় চিনি উহা/রে।
ভরা-পালে চলে /যায়,
কোনো দিকে নাহি/ চায়,
ঢেউগুলি নিরু/পায়
ভাঙে দু-ধারে--
দেখে যেন মনে /হয় চিনি উহা/রে।
ওগো, তুমি কোথা /যাও কোন্ বিদে/শে,
বারেক ভিড়াও /তরী কূলেতে এ/সে।
যেয়ো যেথা যেতে/ চাও,
যারে খুশি তারে/ দাও,
শুধু তুমি নিয়ে /যাও
ক্ষণিক হেসে
আমার সোনার/ ধান কূলেতে এ/সে।
যত চাও তত /লও তরণী-'প/রে।
আর আছে?-- আর /নাই, দিয়েছি ভ/রে।
এতকাল নদী/কূলে
যাহা লয়ে ছিনু/ ভুলে
সকলি দিলাম/ তুলে
থরে বিথরে--
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।