সোনার বাঁধন
- রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী
০৫-০৬-২০২৩

   বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে
           অয়ি গৃহলক্ষ্মী, এই করুণক্রন্দন
           এই দুঃখদৈন্যে-ভরা মানবের গেহে।
           তাই দুটি বাহু'পরে সুন্দরবন্ধন
           সোনার কঙ্কণ দুটি বহিতেছে দেহে
           শুভচিহ্ন, নিখিলের নয়ননন্দন।
           পুরুষের দুই বাহু কিণাঙ্ক-কঠিন
           সংসারসংগ্রামে, সদা বন্ধনবিহীন;
           যুন্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে
           বহ্নিবাণ বজ্রসম সর্বত্র স্বাধীন।
           তুমি বদ্ধ স্নেহ-প্রেম-করুণার মাঝে--
           শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন।
           তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি,
           দুইটি সোনার গণ্ডি, কাঁকন দুখানি।
 
 
  ১৭ জ্যৈষ্ঠ  ১২৯৯  শান্তিনিকেতন

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।