প্রকৃতি সাথে
- নীলাম্বর সরকার মিন্টু - নীলাম্বরের ধ্রুবতারা ২০-০৫-২০২৪

সবুজের মাঝে হেটেছি আমি শিশির ঝড়িয়ে পায় ।
নীলের মাঝে উড়েছি আমি
ছুঁয়ে আকাশের গায় ।
ঘ্রাণে আমি ব্যাকুল হতাম
হলদে ধানের শিষে ।
আমার ভালবাসার স্বপ্ন
গুলো আছে রক্তিম সূর্য্যে মিশে ।
কালো আঁধার ভয় দেখাতো
হলে সন্ধ্যাবেলা ।
ধূসর জোস্ন্যাটা হারিয়ে গেলে চোখে ভাসতো খেলা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।