দুঃসাহসী সাতারু
- রুহুল আমীন দুর্জয় ১৯-০৫-২০২৪

দুঃসাহসী সাতারু


লাঞ্চিত,বঞ্চিত কিশোর আমি
শোষিত,শাষিত তরুন আমি
তবু ও নেই মোর ক্লান্তি।
দুর্বার গতিতে ক্ষুরধার নদীতে
সাঁতরাতে-সাঁতরাতে হাবুডুবু খেতে-খেতে
তবু ও চলছি খুজে শান্তি।

উর্ধ্ব প্রখর সুর্য, নিম্ন বাঁধার বর্জ,
সাইমুমের গতি তীব্র, শত্রুর মতি রৌদ্র,
আমি যে শুধু একা।
খেয়াপারে নেই নাও পাঞ্জেরী হয়েছে উধাও
পাইনা কারো দেখা।

তবু ও নিই ভীত-সন্ত্রস্থ,আতংকিত,তটস্ত্র
আমি দুর্দম দুঃসাহসী, এক আল্লাহ বিশ্বাসী
রুধিবে সাধ্যকার?
'আল্লাহ' জপে জপে, কুর্‌আন চেপে চেপে
হিমালয় ঘেঁষে ঘেঁষে পৌঁছিবো অবশেষে
শান্তি নদীর পার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।