অন্ধ প্রেমিক ও নারী
- মিজানুর রহমান নীল ১৮-০৫-২০২৪

আচ্ছা ভালোবাসা ক্যামন?
ভালোবাসা হল ফুলের মতন।
ফুল দ্যাখতে ক্যামন?
ফুল হল- সুন্দর, সুগন্ধ, নরম, শরম।
এগুলো ক্যামন?
হাত দাও- ধর আমার গাল – সুন্দর, ঠোঁট- নরম, এখন যে নিঃশ্বাস নিচ্ছ ওঠা- সুগন্ধ আর যে আমাকে ছুঁয়ে দিলে ওঠা আমার- শরম।
এগুলো কি- ভালোবাসা?
হুম! এগুলোই ভালোবাসা।
তাহলে আমি তোমাকে ভালোবাসি!
না আমি বাসি না, তুমিতো আন্ধ।
কেন? তুমি এই মাত্র বললে না- এগুলো ভালোবাসা, তাহলে.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।