আমার ঘর আজ আক্রান্ত
- মিজানুর রহমান নীল ১৮-০৫-২০২৪

আমার ঘর আজ আক্রান্ত
পোড়া মাটি'র গন্ধে যে ঘরে আমার বসবাস
যেখানে আমার সখ্য ছিল গড়াগড়ি
সে ঘর আজ আক্রান্ত।

ভালোবেসে যে জোছনাকে শীতল
পাটি বিছিয়ে আপ্যায়ন
সেখানে আজ আগুনের আঁচ।

উইপোকা'র ডানায় ডানায় উড়ছে বিষ
আক্রান্ত আমার সাধে'র ঘর
আক্রান্ত চারিপাশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।