ভালোবাসা একবার জন্মায়
- মিজানুর রহমান নীল ১৮-০৫-২০২৪

ভোরের যে আলোটা জানালার ফাঁক গলে
তোমায় ছুঁয়ে দিয়ে যায়
আমি তাকে প্রতিদিন স্পর্শ করি।

রাতের যে অন্ধকারটা বালিশে এসে
তোমায় স্বপ্নের রাজ্যে নিয়ে যায়
সে অন্ধকারটা আমার নিত্য সঙ্গী।

হাত বাড়িয়ে যে বৃষ্টির ফোটা
তুমি তোমার গালে মাখো
ঐ বৃষ্টি আমার প্রতি মুহুর্তে ঝরে দু'চোখে।

ভালোবাসা একবার জন্মায়
হাত বাড়ালেই পাবে তুমি ভালোবাসা
ভালোবাসা অমর,ভালোবাসার মৃত্যু নাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।