গোপন তিলের হাহাকার
- মঈন মুরসালিন - নাকফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ ২০-০৫-২০২৪

দৃশ্যমান চোখ কতটা সন্দিহান হলে খুঁজে বেড়ায় অদৃশ্য ক্ষত
হ্যাঙ্গারে ঝুলানো শাড়ি দেখে মন ভরে না, খুলে দেখি কারুকাজ
ছুঁয়ে না দেখলে অলংকারও প্রাণ ফিরে পায় না-

শরীরে লুকানো চিহ্ন প্রিয়জনই দেখতে চায়
প্রিয় চিহ্নটি ছুঁয়ে দিলেই যেন সজীবতা আসে-
প্রিয়ার বুকের গোপন তিলটি যেন
হাহাকার করে স্পর্শের আকাক্ষায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।