শিক্ষা গুরু
- স্বপন শর্মা ১৯-০৫-২০২৪

আমি সবার শিষ্য হলেম
সবাই হলো গুরু,
যেদিন হতে এই ধরাতে
জীবন হলো শুরু।
.
প্রতি নিয়ত শিক্ষা নিলেম
চোখে যাহা দেখি,
শব্দ শুনেই বুঝতে পারি
আসল আর মেকি!
.
আকাশ দিলো শিক্ষা আমায়
উদার ক্যামনে হয়,
বায়ুর কাছে শিক্ষা পেলাম
জয় পরা-জয়।
.
বৃক্ষ দিলেন ধর্য্য ধারণ
কেমন করে ধরে,
পরের স্বার্থে নিজ জীবন
ক্যামনে ঝড়ে পরে।
.
সকলে মোর শিক্ষা গুরু
সবার আমি ছাত্র,
জগত চষে শিখলেম যা
নই হারাবার পাত্র।
.


স্বপন কুমার শর্মা
উলিপুর-কুড়িগ্রাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।