মোনালিসা
- শরিফুল ইসলাম ২০-০৫-২০২৪

হাটিয়া চলিতেছি অজানা পথে নিশীথের অন্ধকারে পাহাড় পর্বত ছাড়িয়া সিংহল থেকে মলয় সাগরে। আমি ক্লান্ত পথিক,ঘুরিয়া ফিরী হয়ে মুসাফির বিদীর্ন জীবনের অন্ধকারে আলো জোনাকির। হাসিতে তাহার পদ্ম ঝরে,নৌকার মত চোখে চোখে তাহার সমুদ্রের পানি,গাল ঝরিয়া পড়ে। পাল ছেড়া নৌকা আমার,বেড়ায় ভেসে ভেসে অন্ধকারে দেখে তাহার পয়না খুজে দিশে পৃথীবির সব আলো নিভে,চাঁদ উঠিল কিশে? দ্রুব তারার বেশে ,সমস্ত দিনের শেষে আসলো কাছে,বসলো পাসে,বললো ভালোবেসে নিবেন সাথে,সঙ্গিবেশে,জীবন রক্তে মিসে। রুপে তাহার চাঁদের আলো কারুকার্যের মোনালিসা গোধুলিবেলার পান্থ জনশুন্যে জ্বলিলো এ দীপশিখা। দিনের আলো ফুরাইয়া যখন আসিল আধার সব রং ফুরাইয়া তখন বন্ধ হইলো সব দার। সব পখি নীড়ে ফিরে,সব সুর বাজে নিরালয় নিস্তব্দ,নীরাশায় সে পাশে আসিল অবেলায়। ------------------ চৌগাছা১৬৷০১৷২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।