কংশ খেয়া
- আমিনুল ইসলাম ১৮-০৫-২০২৪

মাঝনদে থেমে গ্যাছে শিমুলের খেয়া
বাঁশের লগী গাঁথা কংশের তলে,
.
চাঁদিমার জলে খুঁজি ইথারের সুর
কাব্যরা বাঁধা থাক কলমের ঢলে!
.
এখানে কেউ নেই জোনাকিরা ছাড়া
সোনালি ঢেউ হাসে কংশের পাটে,
.
চাঁদখানি ডুবে গ্যাছে সেই আধোসন্ধায়
নিবুনিবু দ্বীপ জ্বলে ওপারের ঘাটে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।