ঈদ নিয়ে শিশুর ভাবনা
- স্বপন শর্মা ২০-০৫-২০২৪

বলছে শিশু মায়ের কাছে
ক'দিন পরে ঈদ?
হিসেব শুনে শিশুর চোখে
ফুরিয়ে গেছে নীদ।

ঘুমোয়না সে হিসেব কষে
আর ক'টাদিন বাকি?
আকাশ পানে তাকিয়ে দেখে
চাঁদ উঠেছে নাকি?

সদায় খুঁজে মায়ের কাছে
আসছে নাকি মামা!
এবার ঈদে মামার কাছে
নেবে নতুন জামা।

কি আনন্দ এবার ঈদে
নতুন জামা পাবে,
সেমাই খেয়ে বাবার সাথে
ঈদের মাঠে যাবে।

আসছে ঈদে নামাজ শেষে
আর কি করা যায়?
ব্যস্ত সদায় শিশু হৃদয়
সেই সে ভাবনায়।


কুড়িগ্রাম। ২৪/০৬/১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।