আভিজাত্য
- শাহানারা সুলতানা তানিয়া ২০-০৫-২০২৪

মিছিল চলে জারুলের বনে, দীঘল কেশরে, প্রাচীন শৈবালে,
অবাধ্য তিথিতে, হিমায়িত গোধূলিতে,অমাবস্যার ভয়াল থাবায় ।
বোকা মন পড়ে আছে বিবেকের অলস বন্দী গহ্বরে,
তরলের লালে শৈত্যাধিক্য, আভিজাত্য শুধু শরাবি পেয়ালায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।