নিজকে গড়ি
- মঈন মুরসালিন ২০-০৫-২০২৪

প্রজাপতির পাখার মতো
আমার মনের স্বপ্ন যতো
দ্যোদুল দোলায় দোলে
নতুন শিশুর মিষ্টি হাসি
বাবার চোখের স্বপ্ন রাশি
খেলে মায়ের কোলে।

নতুন শিশুর মতো আমার
স্বপ্নরা হয় বড়ো
বাবা মাও আমায় বলেন
নিজকে তুমি গড়ো।

নিজকে গড়ে বড় হয়ে
স্বপ্ন পূরণ করি
বাবা মায়ের সেবায় এখন
ভাসাই জীবন তরী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।