ভোর হতে আর কত দেরী?
- সুজিত কর - - ১৯-০৫-২০২৪

রাত্রির হাত ধরে হেঁটে চলি ভোরের দেখা পাব বলে।
অন্ধকারের সাগরে নেই জীবনের প্রতিচ্ছবি।
নিঃসীম শূন্যতায় জড়ানো প্রতিটি প্রহর।
যেখানে কেবল শুনি মরমের আহাজারি।
অনিশ্চয়তার হাতে ভাগ্য ন্যস্ত, আমি একা-
অবহেলার আঁধারে অস্পষ্ট নিজ অস্তিত্ব।
ভোর হতে আর কত দেরী?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।