রক্তাক্ত ইতিহাস
- Sanyel Ahmed ১৯-০৫-২০২৪

হে আমার বাংলাদেশ,প্রিয় স্বাধীনতা
আজ স্মরিব আমি তোমাকে পাবার কথা।
শোসক জাতি ব্রিটিশের কোন্দল নীতির ফলে,
আমরা ছিলাম নিজ বাসভূমে পরাধীন জাতি
বন্দী ছিলাম পাক শাসকের খেয়ালীপনার জালে।
বড় দুষ্কর,বড়ই দুর্লভ ছিল তোমাকে পাবার কথা
অত্যাচারী জুলুম শাসকের থেকে অর্জিতে স্বাধীনতা।
অবশেষে লঙ্কা হতে সীতা উদ্ধারের মতো বাংলায় জন্মিলেন ভাসানী,সোহরা,হক সাহেব শত।
রবীন্দ্রনাথের মতো দীপ্ত কন্ঠে মঞ্চ কাঁপালেন শেখ মুজিব,
উঠিল জাগিয়া জাতীয়তাবোধ,নির্জীব হইল সজীব।
সকালের সূর্য, বিকেলের নীলাকাশ, রাতের সব তারা
কৃষ্ণচূড়ায় লুকানো কোকিল,গঙ্গার জলধারা।
মায়ের আদর,বোনের স্নেহ,বালিকার হাসি প্রেরণাময়
সমস্বরে ধ্বনিত হলো জয় বাংলা, বাংলার জয়।
হে মহান স্বাধীনতা, তোমি কি শুনবে আজ?
তোমাকে পাবার সেই রক্তাক্ত ইতিহাস।
তবে শুনো হে বীর প্রসবীনী,
"স্বাধীনতা" কড়িরে কেনা কিংবা কুড়িয়েও পাইনি।
তোমাকে পেতে বুলেটের বৃষ্টিতে ভিজতে হয়েছে,
পোড়েছে শহর,পোড়েছে গ্রাম কালো ধোয়ায় চেয়েছে নীলাকাশ
দোযখের অনলে জ্বলতে হয়েছে সুদীর্ঘ নয় মাস।
তিরিশ লাখ তাজা তাজা প্রাণ,সেচ্ছায় দিয়েছে আত্মদান
দুই লাখ মা বোনের আত্মসম্মান,হরণ করেছে পাকশয়তান।
আসাদের শার্ট, নূর হোসেনের বুকে বিদ্ধিত গুলি
বিধ্বস্ত টি-৩৩এ উড়ে যাওয়া শহীদ মতিউরের খুলি।
ইতিহাসের জগন্যতম নির্মমতার প্রহর কাটিয়ে
তোমাকে পেয়েছি হে স্বাধীনতা,
তোমায় রক্ষার্থে মোরা বদ্ধ পরিকর,
থাকব অতন্দ্রপ্রহরী দিলাম কথা!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৩-২০১৭ ২১:৩৯ মিঃ

মঙ্গলকামী হোক লেখনী ও আপনার সাধনা

hshohag
১৯-০৩-২০১৭ ০০:২৬ মিঃ

বেশ ভালো হয়েছে।