বালকের চোখে রোদের ল্যান্ডস্কেপ
- মো : নূরুল গনী ১৮-০৫-২০২৪

জানি তুই ফিরবিনা !
কিছু পাখি অভিবাসি হয়
কখনো্ই ফিরেনা নীড়ে
তবু কেনো অকালে ভর সন্ধ্যা
নামিয়ে দিলি বিকেলের দোরগোড়ায় !

ও বাড়ীর বাস্তুভিটায়
কেউ নেই দীপ জ্বালাবার -জানিস
তবু সাঁঝ নামিয়ে দিলি-বারোয়ারী উঠানে
কে জ্বালাবে সাঁঝ প্রদীপ !

জানি তুই ফিরবিনা-অমিও না
তবু দেখ ঐ বালকের চোখ , ধানক্ষেত
রোদের ল্যান্ডস্কেপ ঝলমলে !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।