একান্তই কেউনা!
- আরিফুল হক - অপ্রকাশিত
এবার থেকে আর নাহয়
তোমাদের পথ ধুলোমাখা পায়ে
পেরুতে গেলাম না,
আমার পথেই মুখ থুবড়েছি, একান্তে!
ইন্দ্রজাল ঘিরে, হাসিমুখ গুলো
রাবার গাছের অশ্রুধারা,
এখন আমার পা চলেনা, দিন চলে যায়!
মুগ্ধ আমার নিজের ফেরায়! দিনান্তে!
এবার নাহয় তোমার দিনে সূ্র্য হতে
গেলাম না,
এখন থেকেই রাত্রি আমার, দিনগুলো সব
ইচ্ছেমত,
এখান থেকেই তোমরা সবাই, কেউনা আমার
একেবারেই একান্ত!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।