দুবছর পর!
- আরিফুল হক - অপ্রকাশিত
আজ থেকে দু বছর পরে
একেলা কোথাও একাকী আধারে
তোমার আলুথালু আবেগ, শিহরিত!
আধার ছাড়া সব তোমার অনুগত;
ভেবেছো, কেমন সে দিন?
সব কিছু তোমায় লীন!
আহা আসুক সে দিন কাঁদুক
অন্য কোথাও এক ভাবুক!
কি আসে তাতে, সবি খেলার ফাদে!
অপলক চোখে দুঃখের নাদে!
একাকী সে জন, ফিরে যায় বারে বারে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।