প্রায়োপবেশনে আর থেকোনা
- আরিফুল হক - অপ্রকাশিত

শুনেছি তুমি নাকি প্রায়োপবেশনে আছো,
কিসের ত্বরা এতো,
কেউ এসে বাঁচাবেনা তোমায়- ভাংগো এ পণ!
দেখ মঠে মন্দ্রগম্ভীর বুদ্ধশরন! তারাও বলে-
ছেঁচড়ে নিয়ে মানুষ পোড়াও!
ওড়াও তাদের ছাই!
এখন সত্যযুগের অবসানে নিন্দুকেরা জ্বালাবেই!
থামো! যুদিষ্ঠিরের রথেও লেগেছিলো মাটির দাগ!
তুমিও এবার মিথ্যে বল!
তোমার সত্যে কারো আবেগ জাগেনি অনেকদিন!
মিথ্যেই তোমার সহায়! হায়!
তোমার আত্বা এবার তুমি কর ত্যাগ!শুদ্ধরা হোক সব কালো
আলো সেতো কালোর ভিড়ে অযাচিত ভুল!
তুমি এবার নাহয় দাও মাশুল!
আজ থেকে তুমি হও-বিশুদ্ধ মিথ্যে কাপালিক- বেশে করোটিতে কর পান-
“মানব রক্ত!”
তুমি প্রায়োপবেশনে আর থেকোনা!
তোমার জখমের নেই উপশম, এমন পশমিত দ্রোহ তোমায় দিক
নতুন আধার! ফসলের বীজে ঘুমাও তুমি অলীক প্রহেলিকার
দাগ! অবিশ্বাসের জলাশয়ে আজ স্নান করে তুমি হও-
পাপী- অপাপবিদ্ধ জগতের দিন শেষ!
বিশ্বাস কর আমি জেনেছি- এ বেশ ধারন করে জেনেছি
বৃন্দাবনের মিথ্যে পালায় গাঁজনের সম্মোহন ছিলো! এবার তুমি বলো-
কার প্রতারনায় তুমি আজ হলে এমন-
যেমন সাদা পতাকায় আলুথালু করে জড়ানো মৃতদেহ!
আজ থেকে তুমি স্বর্গ ছেড়ে দাও-
এসো নরকের রঙ্গালয়ে উল্লসিত নৃত্যে মাতি!
দাও থুতু! দরকার নেই, বল, চিৎকার করে বল-
দরকার নেই এমন জাতি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।