আমি (৩)
- নওশীন শিকদার ২০-০৫-২০২৪

আমি চন্দ্র রাতের মধুরঙা দোলনা নই যে আমার দোলন পূর্ণিমার মতন প্রেমে ডুবোডুবি খেলবে প্রিয় কেউ।
আমি ক্যালেন্ডারের পুরোনো পাতায় স্মৃতির ফসিল হতে পারি,যে একদিন তোমাদের চোখে জল আনবে।
আমার অনুভবের গালিচা পোড়ে বাস্তবতার পর্বে পর্বে
আমারওতো কাঠবিড়ালির মতন চঞ্চলমতি গল্প শেষে আরো কিছু গল্প বোনার নেশা বাড়বে!
এখানে মাধ্যাকর্ষন সূত্রের নিত্য হেয়ালি তোমাদের চোখে প্রাচীন আঙিকেই সীমাবদ্ধ
এখানে উত্তর মেরুর বরফের চূড়ায় দিকনির্ণয়ী কম্পাসের গতি ভ্রষ্টের বর্তমান তোমাদের চিন্তায় এক সাদামাটা গদ্য।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

nowshinshikdar
১৯-০৩-২০১৪ ১২:০৫ মিঃ

অনেক ধন্যবাদ #ahasanalazad

ahasanalazad
১৮-০৩-২০১৪ ০১:০০ মিঃ

ভালো লেগেছে। নিয়মিত লিখবেন আশা করি :)