দুঃখ রোগ
- রাতুল সাঁই ১৯-০৫-২০২৪

হৃদয়টা যদি কাঁচের তৈরি হতো
দুঃখ পেলেই ভেঙ্গে ফেলা যেত
মনটা যদি সুনীল আকাশ হতো
বৃষ্টি দিয়ে দুঃখ ঝেড়ে ফেলা যেত
প্রাণটা যদি পাখি হতো
দুঃখ পেলে উড়ে যাওয়া যেত,

দুঃখ রোগের হয় না শেষ
একা একা থাকাই বেশ
দুঃখের কাছে সবাই নত
দুঃখ না থাকলে এমন কি হতো.।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।