"সহজ বাহাস-২"
- আরিফুল হক - অপ্রকাশিত
সে-
দেখেছো তুমি এদিকে কেমন
জ্বলজ্বলে কথা, মিথ্যে কটাক্ষ!
কতদিন গেলো দেখিনা শহর-
শহরের তোমায় খুলে গবাক্ষ!
আমি-
একা বসে থাকি নিষ্ফলা রাত,
আন্তর্জাতিক সীমা ব্যারিকেড!
নইলে কবে পদাতিক খেচর -
ছিঁড়েখুঁড়ে করে নির্ভয় প্যারেড!
সে-
মাঝে মাঝে আমি অবাকে ভাবি
তোমারে তুমি ভাবো যে কি শুনি?
সাধ্যের মাঝে কিছু নেই তোমার,
হায়! বিফলে তোমার প্রহর গুনি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।