তুলনা
- নীলাম্বর সরকার মিন্টু - নীলাম্বরের ধ্রুবতারা ২০-০৫-২০২৪

তুমি নীলাম্বরের ধ্রূবতারা
না হয় আলোর কণিকা ।
তুমি জীবনান্দের বনলতা সেন
অথবা রবি ঠাকুরের ক্ষণিকা ।
তুমি চাঁদের রূপালি আলো
না হয় দীপ্ত কোন রেখা ।
তুমি বাসন্তী শাড়ি পরা এক ছবি
যা শিল্পীর রং তুলিতে আঁকা ।
তুমি মধ্য দুপুরে শ্যামল ছায়া
না হয় সোনালী ঊষা ।
তুমি কোকিলের মিষ্টি সুর
হয়তো তারই কোন ভাষা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।