তর্কে মানুষ
- রামপ্রসাদ দলাই ১৯-০৫-২০২৪

কেন এত বিতৃষ্ণা,মানুষের প্রতি ঘৃণা
প্রকৃতির মধ্যে মানুষ..,আপন স্বার্থে বেহুশ ..
মানুষের মধ্যে প্রকৃতি,দেশের দশের উন্নতি ...!!!
বাড়িওনা ব্যাবধান....,
মানুষ আমরা..মানুষই আমাদের প্রাণ......
মানুষই সম্পর্ক গড়ে..,মানুষই দূরে সরে..!
মিত্রতায় ভগবান !!!!
মানুষই বসত গাড়ে..,স্বার্থে শত্রু বাড়ে...
তৈরি হয় শয়তান ..!!
মানুষই শেখায়,মানুষই বাঁচায়
সবই ঈশ্বর এর কৃপা,
ফুটবে ফুল আপন মনে
আমাদের ভাবনা বৃথা...,,,!!!?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।