অন্তঃসারশূন্য
- জুনায়েদ বি. রাহমান ২০-০৫-২০২৪

১)
মিউজিক প্লেয়ারে বাজছে সপ্তপদী ছায়াছবির কালজয়ী গান-
'এই পথ যদি শেষ না হয়, তবে ...'
দৃশ্যমান একটি অদৃশ্য পথ অতিক্রম করছি আমি আর অন্তজালিকা!
আমাদের সম্মুখে- সফেদ আকাশ, স্বপ্নতটের উজ্জ্বল জলতরঙ্গ - সম্ভাবনা
বিপরীতে শাশ্বতিক বর্ণহীন প্রহেলিকা।

আবার গন্তব্য?!
শূন্যে-ই তো ঝুলে আছে জীবন...


২)
একটি অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্ট!
অতঃপর,
নয়প্রহর পেরুলেও মতলব মাতব্বরের মাতব্বরি শুয়ে আছে আমড়াকাঠের কফিনে
পঞ্চায়েতি গোরস্তানে খনন হয়েছে -
'সাড়েতিনহাত' মাপের আরো একটি নতুন 'কবর'।
সুশীল সরকারের সৎকার হয়েছে প্রাক্তন ভোরে
এখন মধ্যদিন।
মহল্লার মসজিদে মসজিদে মোলায়েম কণ্ঠে ঘোষিত হচ্ছে বিদায়ি শোকসংবাদ-

বাচালদের মুখেমুখে লাশের জীবনেতিবৃত্ত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।