মাতাল
- Al-Amin Ashik - শুকতারার অন্ধকারের নিখিলেশ ১৮-০৫-২০২৪

পথিকবেশে ঘুরেফিরে শেষে
যদি ফিরি নিজগৃহে;
অন্ধকার সেথা
দেখা দেই না দিশা।

পাছে পাই ভয়
কি জানি কি হয়
হাতে দেখি জুতা
বুকে পাই চোখ
অ্যাশট্রেতে আগুন
বইয়ে শুধু ছাই।

চুপিচুপি তাই
পিছু ফিরে যায়
দেখেনি তো কেউ?
সাহসা দাঁড়াই
পিছু ফিরে চাই
কে ছিলাম আমি?
কে হয়ে রই........

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।