বৃষ্টিরানীর দীনতা
- মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) - বৃষ্টিকাব্য (দুই) ১৯-০৫-২০২৪

বৃষ্টিরানীর দীনতা
-----------------
তুমি আমার দীনতাকে ভীষণ ভালবাস
তাই আজ আমি পথে নেমেছি সব ছেড়ে
ধূলো মেখে নগ্ন পায়ে হেটেছি বহুদূর
নিঃশ্বাস চেপে রেখেছি বুকের গভীরে।।

আমার নিরবতা তোমায় শান্তি এনে দেয়
আমি নিঃশ্চুপ বসে রই নদীর কিনারে
কলকল রক্তধারা বয় বুকের পাশ দিয়ে
পাথর ভাঙার শব্দ চাপা পড়ে রয় তীরে ।।

আমার কষ্টে তোমার বীণায় সুর বেজে ওঠে
আমি কাঁঁটা তারে বেঁঁধে রাখি আমার এই প্রাণ
সুর হারা যত বোবা কান্নায় ভারি হয় বাতাস
বৃষ্টি হয়ে তোমার ভরিয়ে দেয় শুষ্ক উঠান।।

তুমি উপভোগ কর আমার একাকিত্ব নির্বাসন
আমি তাই নোঙর ফেলি নৈরাশ্যের বালুচরে
নিঃশব্দ কোহালহ উড়ে বেড়ায় আমার চারপাশ
আমি কি সুখে ঘুমিয়ে রই রাত্রির অন্ধকারে !!

আমার সকল ক্লান্তি ঘুচায় তোমার সকল অবসাদ
আমি তাই কেবল ঘুরে বেড়াই সকল রৌদ্র দিন
ঘুমঘুম চোখেও পার় করি নিঃসঙ্গ সকল রাত্রি
কাজের মাঝে ডুবে থাকি, অবসর হয় বিলীন ।।

২২ জানুয়ারি, ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।