এমনি ভালবাসা
- মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) - বৃষ্টিকাব্য (দুই) ১৯-০৫-২০২৪

এমনি ভালবাসা
..............................
ঘুমঘুম চোখে যার মুখটি, দেখলে নয়ন ভরে
ঘুম ভাঙলেও তারেই পাবে, তোমার চরণপরে।।

দিবস রজনী ভাবলে তারে, সকল ভাবনা ফেলে
সেওতো তোমায় বুকেই ধরে, প্রিয় প্রিয় নাম বলে।।

যাকে নিয়ে তুমি বাসর সাজাও, বধু করে লও বুকে
তার বুকেতেও মধু ঝরে পড়ে, স্বপ্ন আকে দু’চোখে ।।

যার নাম লয়ে গান গেয়ে যাও, যার কথা বাধ সুরে
সেওতো তেমনি তোমারই নামে, মনে মন্দির গড়ে ।।

দিবস রজনী তার মুখ খানি, সূর্যের মতই হাসে
এ জীবন তার ভরালে তুমি, অ-নে-ক ভালবেসে ।।

ঝড়-বাদলে-রৌদ্র-তাপে, বুকে দিয়েছো ঠাই
তোমায় পেলে তার জীবনে, আর কিছু না চাই ।।

রাত ভরালে চাঁদের আলোয়, দিবসে রবির কিরণ
তোমার ছবি বুকে ধরে তার, কাটে যে সারা জীবন ।।

জনম জনম দুবাহু জড়ায়ে, ভালবেসে বেঁধো যতনে
এমনি সুখেই থেকো চিরকাল, ঘুমে কিংবা জাগরণে।।

২২ জানুয়ারি, ২০১৭।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।