এখানে বৃষ্টি ঝরে অবিরত
- মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) - বৃষ্টিকাব্য (দুই) ১৯-০৫-২০২৪

এখানে বৃষ্টি ঝরে অবিরত
========
বৃষ্টি ঝরলে আমার বিষন্ন চোখ তোমায় খোঁজে
খুব মনে পড়ে তোমায়- আর সেদিনের কথা
এখন তো আমার আর বৃষ্টিতে ভেজা হয়না
দেখা হয়না তোমায়, হয়না গল্পের মালাগাঁথা ।।

বৃষ্টি ঝরলে ভেজা মাটির গন্ধ ভেসে আসে বাতাসে
জড়িয়ে রাখে আমার মন, অতৃপ্ত সারা দেহ
আমি অধির হয়ে ঘর ছেড়ে বারান্দায় ছুটে আসি
ভাবি এই বুঝি তুমি এলে, না- এলো অন্য কেহ ।।

বৃষ্টি ঝরলে আমার সারা উঠোনে সমুদ্র ভাসে
থই থই জলে নেচে বেড়ায় স্বপ্নের বালিহাস
ক্লান্ত ভাবনা যত সাঁতার কাটে ভাঙ্গা আরশিতে
অজস্র না বলা কথা ঘুরে বেড়ায় চারপাশ ।।

মেঘ ডাকলে চমকে উঠে আমার হৃদয়ের প্রাচীর
ভিতরে বাহিরে ভেঙ্গে পড়ে টুকরো টুকরো সাধ
খিল দেওয়া ঘরে অজান্তেই খুঁজে ফিরি রোদ্দুর
কখন ঘুচবে আমার ক্লান্তি, মুছবে অবসাদ ।।

যখন বৃষ্টি ঝরে, আমার ঘরে নামে অন্ধকার রাতি
বিষন্নতায় জড়িয়ে রাখে ঘুম ঘুম চোখের পাতা
আমি ঘুমাতে চাই, শুনতে চাইনা বৃষ্টি ঝরার গান
আর কিইবা হবে তোমার জন্য বাড়িয়ে ব্যকুলতা ।।

বৃষ্টি ঝরলে আমার দুই চোখের পাতা ভিজে উঠে
জল ছাপিয়ে ভেসে যায় আমার ঘরের চৌকাঠ
আমি আনমনে বসে রই একাকী, ভিজবো বলে
পড়ে থাকে আমার ভাঙ্গা ঘর, চৌচির পথ-ঘাট ।।

৫ মার্চ ২০১৭।
( ফাগুনে বৃষ্টি ঝরা দেখে আমার এই লেখা)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।