অপেক্ষা
- রুবাইদা গুলশান নীলা ১৮-০৫-২০২৪

ভেজা তীরে আমার হাতের মাঝে বালি বয়ে যায়,
বয়ে যায় ডুবে যাওয়া কারো কিছু শস্য।

বিস্তীর্ণ সমুদ্রের সামনে, সোনালি গোধূলির দিকে মগ্ন দৃষ্টি আমাকে আলতো করে ভাসিয়ে নিয়ে চলে হৃদয়ের সুখের কাছে যেখানে রঙীন প্রজাপতি ডানা মেলে, পদ্মফুল খুলে দেয় তার পাঁপড়ি,সূর্য সন্ধ্যায় দেয় তার গোপন কথা,তখন ভাবি এখন আমি নিশ্চিত
অন্য সময়ে আমি তোমাকে ভালোবেসেছি
আর এই জীবনে এখন পর্যন্ত
আমি শুধু তোমার অপেক্ষায়..."

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।