কোন এক অজানা ভালোবাসার জন্য
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২০-০৫-২০২৪

কোন এক অজানা ভালোবাসার জন্য
...
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার ধারা
বইছে কোন এক অজানা গন্তব্যে
আমার অনুভূতির কোনোয় কোনোয় আজ
সে ভালোবাসার দ্বন্দ্ব,
জয় পরাজয় ফেলে আজ
আমি শৃংঙ্খলহী গ্রহের মতো
বিশ্বজগৎ কে ভালোবেসেছি।
.
কোন এক অজানা ভালোবাসার জন্য
এই নিরুদ্দেশ যাত্রা
হয়তোবা কোন এক কৃষ্ণ গহ্বর
এ ভালোবাসাকে দুমড়ে-মুচড়ে দেবে
বা কোন রক্তিম দৈত্যের অগ্নিমুখ
আমার ভালোবাসাকে গিলে খাবে।
তবুও ছুটছি আমি ধূমকেতুর বেগে
.
কোন এক অজানা ভালোবাসার জন্য
এই গন্তব্যহীন ভালোবাসার অনশন।
শুধু তোমাদের কল্যাণে ঘাতক আমি
সকলের অগোচরে হৃদয়ে রেখেছি
ভালবাসার সমাধি করে
.
কোন এক অজানা ভালোবাসার জন্য;
দীপ্তমান আকাশের নক্ষত্ররাজি
যেমন করে রৌদ্র করে লুকিয়ে পরে,
তেমনি রেখেছি আমার হৃদয় বাঞ্চা
সে অজানা ভালোবাসার ছায়াতলে
.
যদি কোনদিন আলো নিভে যায়
যদি কোনদিন অন্ধকার নেমে আসে
ভালবাসাগুলো যদি দিগন্তে উকি দেয়
তবে মোর অপরাধ ক্ষমা করো, ক্ষমা করো
শুধু অজানা সে ভালোবাসার জন্য।
যে ভালোবাসার তরে
নিজের সাথে নিজেই প্রতারণা করেছি
সেই অজানা ভালোবাসার জন্য।
.
হে প্রজাপতি, ছোট্ট এ সীমানায় তুমি
দিয়েছো এ অসীম ভালোবাসা কেমন করে,
তা- দিয়ে তোমারে আমি পুজিছি,
আপনারে বিলীন করে।
কখনো কখনো ভুল করে ভাবি,
আমার ভিতর কে আছে জাগি,
আমারেই করেছে ধন্য
তোমাতে আমায় দিয়েছে সে জুড়ে
শুধু এক অজানা ভালোবাসা জন্য।
.
২৪-০৭-২০১৯
কাছারিপাড়, সরাইল,
ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।