কারিগরি
- আজহারুল ইসলাম সোহাগ ১৯-০৫-২০২৪

স্বপ্নের ভুবনে রাখিতে পা আমি এসেছি মা, জান কি হে তুমি। পৃথিবী পাল্টে দেবার দিপ্ত স্বপ্ননিয়ে এগুচ্ছি আমি, শধু সম্মুখে উলঙ্গ পায়ে। ফুটক না হয় কাঁটা, পাড়ি দিব হিমালয় শপথ নিয়ে ঘর ছেড়েছি, এসেছি এ আলয়। শিখতে শিখতে কেঁটে গেল কত যে বছর, পিছনে ফিরে দেখি কিছুই শিখিনি অতপর। অবহেলা অনাদর আছে বটে কিছু, এ যে বাঁধা হয়ে দাড়ায় সম্মুখে হতে উঁচু। তবুও হাল ছাড়িনি মা তুমি আরো আদর কর দেখবে তোমার ছেলে কত, হচ্ছে অনেক বড়। শিখিব কামনা আমার সম্মুখে পাব যাহা, শিখিতে শিখিতে মৃত্যুর পথে যাব হাহা। অলসের মত বসে থাকা নয়, নিজ থেকে কিছু করা সম্মুখে পথে দেখেছে, এ আলয়ে এসেছে যারা। নতুন করে দিব তোমায়, অনেক কিছু মাগো সাজাও তুমি অমায়, দেওয়ার মত অগো। পৃথিবিতে গড়ে গেল যারা স্বপ্নের ইতিহাস, আরো বড় হব মাগো, দিতে চাই সে আভাস। অবহেলা নই আর শধু সম্মুখে পথ চলা, মাগো তোমায় সাজাতে কারিগরিকে হ্যা বলা। লিচুবাগান তেজগাঁও ২২ জৈষ্ঠ ১৪২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।