আফেন
- আজহারুল ইসলাম সোহাগ ১৯-০৫-২০২৪

ইতিহাস লেখা হয়ে যায়, হয়ে ইতিহাসের পাতা তুমি চাও বা না চাও পাবে ধিক্কার অথবা ছাতা। হতে পার তুমি মীর জাফর হাতে পার সিরাজউদ্দৌল হতে পার হিটলার অথবা তিতুমীরের বাশের কেল্লা। আবু জাহেল হতে পার, যে ইসলামের চির দুষমন ফেরাউন যার অবয়ব পৃথিবীতে এখনো অণুক্ষণ। নমরুদ পার হতে , যার ধংস লিলা অতি সাধারণ। লাত সামুদ, ঐ সে জাতি যার তোলনা নাই দ্বিতীয় জন। ইতিহাসের পাতা যারা যুগে যুগে করে গেছে কালিমা, তাদের ধংস কত নিশংস, ইতিহাসে হয়ে আছে উপমা। স্বার্থের টানে, স্বার্থের পানে, যে গাহে শধু গান কিসের তরে স্বার্থ তাহার, কোন দিকে করছে আহবান। আল্লাহার পথে, আল্লাহর সাথে, যেগান হয় গাওয়া তারাই সত্য, তাদেরই পাপ্য, জান্নাতে যাওয়া। ক্ষমতার পানে, স্বার্থ মিশে যার হল একাকার, মনে রেখ শধু সে নই, তার সাথে আছে চাটুকার। সত্যের মুথে মিথ্যা অসহায়, যবে সত্যের ঘটে প্রকাশ, ভেঙ্গে পরে আকাশ যেন, যারা মিথ্যায় করে বসবাস। নাফরমান, শয়তান, মনে রেখ তাদের কলিজা খাট, যতই হঙ্কার করুক, তাদের ডাক উতুর মত ছোট। যুগে যুগে যারা গেয়েছে ইসলামের জয়গান, তাদের পিছনে ছিল কোন না কোন এক শয়তান। স্বার্থের টানে লিলায়েছ কত, করেছে দল ভারি মনে রেখ কেহ দিতে পারেনিক সাফল্যের দোয়ারে পাড়ি। আল্লাহ স্বপ্ন মোদের, তাকবীর সম্মুখে চলার প্রেরনা, তুই মরবি, তুই চির দোষমন, তুই আফেন হাসিনা। লিচুবাগান তেজগাঁও ১ আষাঢ় ১৪২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।