ঝড়
- আল আমিন মুহাম্মাদ ১৯-০৫-২০২৪

কাব্যগ্রথ:হাওয়াই ওড়ে মন(অপ্রকাশিত


ঝড়

আল আমিন মুহাম্মাদ

--------------------------------------------

ঝড়্ উঠিছে ঝড়! কাল বোশেখি ঝড়!
ওরে কে কোথায় আছিস বাড়ি এসে পড়!
ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়।

মেঘের মাথায় আগুন! বায় চড়েছে খুন!
আকাশ ছিটায় নুন কাটা ঘায়ের পর!
ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়।

বিজ্লি চড়াৎ চড়াৎ! বাঁশ খড়াৎ খড়াৎ!
ডাল মড়া মড়াৎ ওরে পড়ল মাথার পর!
ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়!

শিল পড়ে টন্-টন্! বায়ু বয় শন্-শন্!
ওরে কি ওড়ে ভন্-ভন ভাঁঙ্গা চালের পর!
ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়!

টিনের চালা উড়ল যে!পুকুর জলে পড়ল যে ,
গাছে আগুন ধরল যে ঐনা ভিটের পর!
ওরে ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়!

থামবে কখন জানিনা, সাড়াও তেমন দেখিনা
বুক করে ধড়ফড় ! তোরা দোয়া-দরুদ পড়্
ঝড়্ উঠিছে ঝড়!
কাল বোশেখি ঝড়!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।