অপেক্ষা
- আব্দুল্লাহ সাদ ১৮-০৫-২০২৪

অনেকদিন চিৎকার করে কাঁদি না।
বুকের ভেতর জমে ওঠা কষ্ট নামক পাথরগুলো
ছটফট করছে মুক্তি লাভের আশায়।
কিন্তু কে দেবে তাদের মুক্তি?
ছটফট করতে করতে
একসময় নিস্তেজ হয়ে পড়বে তারা।
তবুও দিগন্তের পানে চেয়ে
তারা থাকবে একজনেরই অপেক্ষায়,
যে তাদের মুক্ত করে দিয়ে বলবে,
"যা।আজ থেকে তোরা স্বাধীন। "

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৯-০১-২০২০ ১৫:৪৫ মিঃ

Excellent