দুঃখ ই শুধু বেঁচে থাক
- আরিয়ান আহসান আরিফ - দুঃখই শুধু বেঁচে থাক ১৯-০৫-২০২৪

দুঃখ ই শুধু বেঁচে থাক আমার কান্না হৃদয় নিবাসে যাক পুড়ে যাক ঠাট্টা হাসির ভাটায় আশ্রয় না খুঁজে পাক দুঃখই শুধু বেঁচে থাক। দীঘল ললাটে সন্ধ্যা প্রভাতে রক্ত খরার হাঁক কি ব্যাপার অসহায় করুনায় দাগ কেন করেছো আমায় ভাগ দুঃখই শুধু বেঁচে থাক শান্তির ধূলি নিয়াছে নতুন বাক লুকিয়ে মুখের হাসি কান্নাই ঢেকে রাখ কি অপরাধ বেদনার সুর বেজে ওঠে ধাক ধাক থাক দুঃখই শুধু বেঁচে থাক কোমল আনন্দ হৃদয় করেছে ফাঁক স্তব্ধ বানী দিয়ে গেছে কেটে নাক দুঃখ ই শুধু বেঁচে থাক

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।