অনাগত স্বপ্নে ইতিহাস
- সৈয়দা ইয়াসমীন ১৮-০৫-২০২৪

একদিন সব ঘোর কেটে যাবে
চিরচেনা এই বিশ্ব ব্রহ্মান্ডে
উদিত হবে এক নতুন সূর্য
চারিদিকে বইবে অনাবিল সুবাতাস।

সূর্যের আলোক রশ্নিতে জ্বলে যাবে
যতো জীর্ণতা,জুলুম,রেষারেষি,অজ্ঞানতা।
দমকা হাওয়ায় উড়ে যাবে হাহাকার
অনটন,অবহেলা,যুদ্ধ,সার্থান্বেষীতা।

কোন শিশু আর ধুকবে না অনাহারে
কোন বৃদ্ধার দিন কাটবে না হাহাকারে।
কোন প্রতিবন্ধী শিশু রাস্তার
মোড়ে রইবে না অযত্নে পড়ে।

ট্রান্জেন্ডারদের ঘুরতে হবে না
দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে।
কোন নারীকে হতে হবে না ধর্ষিতা
বাঁচতে হবে না কলঙ্কের কালিমা নিয়ে।

আমি হয়তো থাকবো না সেদিন,
অনেক বছর পরে খোলা জানালার পাশে
আমার স্বপ্নগুলো পড়বে যখন
কোন এক কবিতাপ্রেমী নবীন।
তার চোখের সামনে ইতিহাস হবে
সুদূর অতীতের কলঙ্কিত এ দিন।

০৩/১২/২০১৯ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।