সম্মুখে তোর আগ্নেয়গিরি
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয় ২০-০৫-২০২৪

যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার!

পারবিনা তুই ডিঙ্গাতে গিরি চাঙ্গাতে তলোয়ার;
অন্তরে তোর ঘিরে আছে ওই জগতের জানোয়ার!
দূর্গমগিরি ভুলেছিস পথ তাগুদের ডাক শুনে
কে দিবে তোরে বিজয় কেতন যুদ্ধের অভিযানে?

রাঙ্গাতে হবে পিন্ডটা তোর দস্যুর গর্জনে-
কে পারে তোরে রুখতে এবার যুদ্ধের ময়দানে!
আমি তো দেখি চৌদিকে তোর বিপুল সম্ভবনা-
তবে কেন তুই পথ ভুলে যাস ওরে মুক্তি সেনা?

যে পথে তুই ছুটেছিস ভাই বিজয়ের সন্ধানে;
সে পথে যে আগ্নেয়গিরি জ্বলিছে অগ্নি বানে ।
খুলতে হবে পিন্ডটা তোর আল-কোরআনের ডাকে
রুখতে হবে শত্রু যত এই ধরণীর বাঁকে।

ডাকছি তোরে আয় ফিরে আয় আলোর পথে ভাই’
যেতে হবে ভুবন ছেড়ে কেউ দিবে না ঠাঁই।
যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার।
-------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।