প্রার্থনা
- সৈয়দা ইয়াসমীন ১৯-০৫-২০২৪

ভূপৃষ্ট ভয়ে জড়োসড়ো,কাঁপছে থরোথরো
থেমে গেছে পৃথিবীর সব কোলাহল
নেই সেই গতি,সেই ত্যাজ
চারিদিকে  স্তব্ধতা, শোন শোন নীরবতা
নেই কোন হিংসা-দ্বেষ,নেই কোন চলাচল
অলি গলি সব নীরব,আছে শুধু একাত্বতা অবিরল
বারান্দায় দাঁড়িয়ে সবার এক সুরে গান গাওয়া
নির্দিষ্ট সময়ে সারা দেশজুড়ে একসাথে প্রার্থনা করা
একই সময়ে ঘরের বাতি নিভিয়ে জানালার বাইরে
মুঠোফোনের আলো জ্বালিয়ে একাত্বতা ঘোষণা করা
জীবন-মরণে একই সাথে থাকার পণ করা
এসব দেখে এ মন ভাবছে সারাক্ষণ
একেই বলে দেশপ্রেম, একেই বলে মানবপ্রেম!
যতোই দেখছি অভিভূত হচ্ছি
করোণা ভাইরাস না এলে এমন দৃশ্য দেখা হতো না
নিজের জন্য কভু তোমার কাছে চাইনি প্রভু
হে পরম করুণাময়-
তোমার দরবারে আজ প্রার্থনা আমার
জাতিতে জাতিতে যত বিভেদ, হিংসা-দ্বেষ ভুলিয়ে
ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মারামারি, দাও সব ঘুচিয়ে।
করোণা থেকে সমগ্র মানবজাতিরে করো উদ্ধার
হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান
মহামারী করোণা থেকে  সকলেরে করো ত্রাণ
মানুষে মানুষে এই ভালোবাসা, একাত্বতা
আজীবন বেঁচে থাকুক এই ধরণীতে নিয়ে প্রাণ।

১৫/০৩/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।